দেশের বাজারে ওয়ালটনের নতুন ডিজিটাল সাইনেজ ডিসপ্লে | Walton Introduces New Digital Signage Displays in Bangladesh

 বাংলাদেশের বাজারে অত্যাধুনিক ডিজিটাল সাইনেজ ডিসপ্লে নিয়ে এসেছে ওয়ালটন। 'সিনেক্সা' ব্র্যান্ডের এই ডিসপ্লেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস, হোটেল, ব্যাংক, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত। ৪৯ ও ৫৫ ইঞ্চির দুটি মডেলে পাওয়া যাবে এই ডিসপ্লে, যার মাধ্যমে স্মার্ট বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং আরও সহজ হবে।

Walton Introduces New Digital Signage Displays in Bangladesh

ওয়ালটন ডিজিটাল সাইনেজ ডিসপ্লের মূল ফিচারসমূহ:

১. দুইটি মডেল: ৪৯ ইঞ্চি (ফুল এইচডি) এবং ৫৫ ইঞ্চি (ইউএইচডি)
২. উন্নত রেজল্যুশন: ৪৯ ইঞ্চি মডেল – ১৯২০x১০৮০ (FHD), ৫৫ ইঞ্চি মডেল – ৩৮৪০x২১৬০ (UHD)
3. শক্তিশালী হার্ডওয়্যার: ৬৪-বিট করটেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর, মালি-জি৫২ জিপিইউ, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ
4. স্মার্ট কানেক্টিভিটি: ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ প্রযুক্তি
5. সাউন্ড সিস্টেম: বিল্ট-ইন ১০ ওয়াটের দুটি স্পিকার
6. অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
7. বিক্রয়োত্তর সেবা: ১ বছরের ওয়ারেন্টি

ওয়ালটনের চিফ বিজনেস কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে আধুনিক বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

Post a Comment

0 Comments