বর্তমানে বিজ্ঞানের নতুন আবিষ্কারের ফলে সম্ভব হচ্ছে অনেক কিছুই। তবে কেউ ব্যবহার করছে সেটি ভালো কাজে, আবার কেউ বাজে মতলবে। চলতি বছরের মাতৃদিবসে ব্রিটেনের রাজ পরিবারের একটি ছবি নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, কোনও ছবি আসল নাকি নকল তা বোঝার সব থেকে ভালো উপায় হল জুম করে ছবিটি দেখা। এছাড়াও ইন্টারনেটে হাজারো টুল রয়েছে।
কথায় বলে, একটা ছবি কয়েক লক্ষ কথার সমান। কিন্তু হালের ‘ফেক’-এর যুগে দেদার পাল্টাচ্ছে আসল ছবি। পুরনো ছবির কিছু অংশ বদলে ফেলে এমন কিছু সহজেই করা যায়, যেখানে যে উদ্দেশ্যে ছবিটা তোলা হয়েছিল, সেটা যায় বদলে। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, কোনও ছবি শেয়ার করা বা বিকৃত ছবিতে কমেন্ট করার আগে দেখা দরকার, ছবিটা আসল কি না।
এর জন্য এখন ইন্টারনেটে হাজারো টুল রয়েছে। যাতে এক ক্লিকেই দেখা সম্ভব যে কোনও ছবির ইতিবৃত্ত। Reverse image search করলেই বড় ভুল থেকে বাঁচা যায়। কেমন করে বোঝা যাবে ছবি আসল কি না, রইল তেমন কিছু পথের খবর। দিন কয়েক আগে মাদার্স ডে-তে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির একটি ছবি ভাইরাল হয়।
প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন, তাঁর ছেলে-মেয়ের সঙ্গে তুলেছিলেন ছবিটি। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির ছবি। হু-হু করে সেই ছবি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। শেয়ার বা তাতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছিল। পরে দেখা যায় ছবিটা এডিট করা। বিশেষজ্ঞরা বলছেন, একটা ছবি আসল না নকল, সেটি বোঝার সবচেয়ে ভালো উপায় হল, সেটিকে জ়ুম করে মন দিয়ে অবজ়ার্ভ করা।
Written By: TonmoyKundu
0 Comments