অ্যাকাউন্ট না থাকলেও ঝটপট উত্তর ChatGPT, বড় ঘোষণা করল ওপেনএআই

এতদিন চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু, সম্প্রতি সেই বাধ্যবাধকতা বাতিল করেছে ওপেনএআই। এবার অ্যাকাউন্ট না থাকলেও, লগ ইন না করেও ব্যবহার করা যাবে এই চ্যাটবট। এদিন নতুন ডেটা পলিসি ঘোষণা করেছে সংস্থা। কী জানিয়েছে ওপেনএআই? জানুন বিস্তারিত।

ChatGPT

ওপেনএআই দ্বারা বানানো এআই চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। যত দিন যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠেছে চ্যাটজিপিটি। তা এবার সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে তুলতে বড় সিদ্ধান্ত নিল ওপেনএআই। চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট না থাকলেও ব্যবহার করা যাবে এই অ্যাকাউন্ট। পাশাপাশি লগ ইন না থাকলেও সমস্ত এআই ফিচার পাবেন।


এদিন নতুন ডেটা পলিসি ঘোষণা করেছে ওপেনএআই। সংস্থাটি জানিয়েছে, যারা চ্যাটজিপিটি ব্যবহার করতে চান কিন্তু ব্যক্তিগত তথ্য দিতে চান না, তারা এই পদ্ধতিতে চ্যাটজিপিটি অ্যাক্সেস করতে পারবেন। তবে সংস্থা জানিয়েছে, অ্যাকাউন্ট না থাকলে চ্যাটজিপিটির সীমিত অ্যাক্সেস থাকবে ব্যবহারকারীদের কাছে।

অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে যে সুবিধা পাওয়া যায় তা এখানে পাবেন না। বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া চ্যাটবট চ্যাটজিপিটি। প্রযুক্তি ভিত্তিক নানা কাজে স্মার্টফোন, ডেস্কটপ ব্যবহারকারীদের চোখে ভেসে উঠছে চ্যাটজিপিটির হোমস্ক্রিন।

তবে যারা লগ ইন না করে ব্যবহার করবে তারা চ্যাট সেভ করতে পারবেন না, কাস্টম ইন্সট্রাকশন তৈরি করতে পারবে না এবং প্লাস সাবস্ক্রিপশন নিতে পারবেন না। এমনকী বিভিন্ন প্রম্পট ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে। এই সকল ব্যবহারকারীদের জন্য আরও কঠোর নিরাপত্তা স্তর রাখা হয়েছে।

সংস্থা আরও জানিয়েছে, অন্যান্য ব্যবহারকারীদের তাদের প্রাইভেসি নিশ্চিত করা হবে, খারাপ কন্টেন্ট থেকে তাদের নিরাপদ রাখবে চ্যাটজিপিটি। কিন্তু, লগ ইন না করে চ্যাটজিপিটি ব্যবহার করলে সংস্থার ফায়দা কী? এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

জানা গিয়েছে, অ্যাকাউন্ট ফ্রি ব্যবহারকারীরা চ্যাটজিপিটি ব্যবহার করার সময় যে প্রম্পট দেবে তা মডেল প্রশিক্ষণে কাজে লাগানো হবে। চ্যাটজিপিটি পরিচালনার জন্য যে মডেল ব্যবহার করা হয় তা প্রশিক্ষণ করা হবে এই প্রম্পটগুলি দিয়ে।

আপাতত প্রাথমিক পর্যায়ে ধাপে ধাপে কয়েকটি দেশে রোল আউট করা হচ্ছে এই পরিষেবা। বিশ্বব্যাপী শীঘ্রই অ্যাকাউন্ট ফ্রি পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে যাদের অ্যাকাউন্ট রয়েছে বা যারা প্লাস সাবস্ক্রাইবার তারা তুলনামূলক বেশি সুবিধা পাবেন যেমন জিপিটি-4 এবং এআই ইমেজ জেনারেশন টুল ডাল-ই।

ইন্টারনেটে আসার পর বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হয়ে উঠেছে চ্যাটজিপিটি। সিমিলার ওয়েবডেটার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে চ্যাটজিপিটির ভিজিটর ছিল 106 কোটি। বিশ্বে 50টির বেশি দেশে ব্যবহার হয় এই অ্যাপ। জানলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতে সবথেকে বেশি ব্যবহার হয় চ্যাটজিপিটি।


তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit

Post a Comment

0 Comments