চাহিদা কম বলে ভিশন প্রো’র উৎপাদন কমাচ্ছে অ্যাপল

গত গ্রীষ্মে, ভিশন প্রো আনার ঘোষণা দেয় অ্যাপল, যার দাম শুরু হয় সাড়ে তিন হাজার ডলার থেকে, যা মেটার তৈরি বা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী হেডসেটের তুলনায় অনেক বেশি।

ভিশন প্রো

প্রত্যাশার চেয়ে চাহিদা কমে যাওয়ার কারণে ভিশন প্রো-এর উৎপাদন কমাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল— সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

অ্যাপলের ভিশন প্রো হেডসেটটি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে আসেনি। আর দেশটিতে হেডসেটটির বিক্রি তিন মাসও পেরোয়নি।

অ্যাপল পণ্যের বিষয়ে নির্ভরযোগ্য বিশ্লেষক মিং-চি কুও’র এক নতুন প্রতিবেদন বলছে, কোম্পানিটি এরইমধ্যে ধারণার চেয়ে কম হেডসেট বিক্রি করেছে।

‘মার্কেট কনসেনসাস’ বা বাজারে প্রচলিত গুঞ্জন ছিল, প্রথম বছরে অ্যাপল সাত থেকে আট লাখ হেডসেট বিক্রি করবে। তবে, সেই তুলনায় এ বছর চার থেকে সাড়ে চার লাখ হেডসেট বিক্রির আভাস দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন কুও।

এদিকে, ‘হেড-মাউন্টেড ডিসপ্লে (এইচএমডি)’ পণ্যগুলোর জন্য অ্যাপল তাদের রোডম্যাপও পর্যালোচনা করছে, বলেছেন এ বিশ্লেষক। এ কারণে সম্ভবত আগের প্রত্যাশা থাকা সত্ত্বেও অ্যাপল ২০২৫ সালে কোনও নতুন ভিশন প্রো বাজারে আসবে না বলে প্রতিবেদনে লিখেছেন কুও।

চাহিদার তুলনায় হেডসেটের বিক্রি কম হবে, অ্যাপলের এমন ধারণার পেছনে কোনো কারণ উল্লেখ করেননি কুও। তবে, তিনি বলছেন, ভিশন প্রো’র ‘মূল অ্যাপ্লিকেশনের অভাব’ এবং সেইসঙ্গে এর দাম ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে অভিযোগের কারণে হেডসেটটিকে বাজারে টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছে।

ভিশন প্রো আনার ঘোষণা গত গ্রীষ্মে দেয় অ্যাপল, যার দাম শুরু হয় সাড়ে তিন হাজার ডলার থেকে, যা মেটার তৈরি বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী হেডসেটের তুলনায় অনেক বেশি।

এ বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচনের সময় হেডসেটটি রিভিউতে রীতিমতো বিদ্রুপ কুড়িয়েছে। পাশাপাশি কিছু সমালোচক ভিশন প্রো-এর অনন্য কনটেন্ট ও পারদর্শিতার অভাবের বিষয়টি নিয়ে অভিযোগও তোলেন। এমনকি প্রতিবেদনে এও বলা হয়, শুরুর দিকের কিছু ক্রেতা তাদের হেডসেট অ্যাপলে ফেরত পাঠিয়েছেন।

ভিশন প্রো তখন থেকেই, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটির বিভিন্ন হেডসেটের আলোচনাকে মূলধারায় আনতে সাহায্য করেছে। তবে, উদ্বেগের বিষয় হল, প্রযুক্তি বা গ্রাহকরা এখনও এসব হেডসেটকে বড় পরিসরে মূলধারার পণ্য হিসাবে তৈরি করতে পারেননি।

এদিকে, ভিশন প্রো-এর বিক্রি কেমন চলছে সে বিষয়ে অ্যাপল কোনও অফিসিয়াল ইঙ্গিত দেয়নি। এমনকি, কোম্পানিটি এখনও হেডসেটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে আনার ঘোষণা দেয়নি।



তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়tonmoykunduit

Post a Comment

0 Comments