আসন্ন স্মার্টফোনগুলোয় কোয়ালকমের সর্বশেষ এআইনির্ভর চিপসেট ব্যবহার করবে ওয়ানপ্লাস। নতুন এ চিপটি হলো স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি। এটি মূলত মিড-রেঞ্জ ডিভাইসের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
বর্তমানে বেশির ভাগ ব্যবহারকারী স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি-এর মতো ফ্ল্যাগশিপ চিপ স্মার্টফোনে পছন্দ করে। সম্প্রতি কোয়ালকম আরো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের জন্য প্রসেসর তৈরির কাজ বাড়িয়েছে।
এখন শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই নয়, সব ধরনের স্মার্টফোনেই এআই প্রযুক্তির সুবিধা দেয়ার প্রতিযোগিতা বাড়ছে। সম্প্রতি গুগল জানিয়েছে, হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে পিক্সেল এইট নির্দিষ্ট কিছু এআই ফিচার পাবে না। তবে কোয়ালকম আশা করছে তাদের স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি-এর মতো চিপ এ সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
নতুন এ সিরিজের চিপসেটটি সিপিইউ কোরগুলোর সংমিশ্রণ ব্যালান্স ব্যবহার করে তৈরি করা হয়েছে। যাতে রয়েছে ২ দশমিক ৮ গিগাহার্টজে একটি প্রাইম কোর, ২ দশমিক ৬ গিগাহার্টজে চারটি পারফরম্যান্স কোর এবং ১ দশমিক ৯ গিগাহার্টজের তিনটি এফিসিয়েন্সি কোর। তবে নতুন চিপটির জিপিইউর ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় ৪৫ শতাংশ পারফরম্যান্স বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে কোয়ালকম।
ওয়ানপ্লাস নিশ্চিত করেছে তাদের স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রথম ব্যবহার করা হবে। কোম্পানি এ চিপসেটের সঙ্গে উন্নত গেমিং, ফটোগ্রাফি এবং এআই সক্ষমতার দিকে মনোনিবেশ করবে।
কোয়ালকম সম্প্রতি তাদের সর্বশেষ চিপ স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চালু করেছে। যা অত্যাধুনিক ৪ ন্যানোমিটারের প্রযুক্তিতে তৈরি। মূলত বাজেট সচেতন মিডরেঞ্জ স্মার্টফোন নির্মাতাদের জন্যই এটি বাজারে এসেছে। খবর গিজচায়না।
স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ কোয়ালকমের উন্নত ক্রায়ো সিপিইউ এবং অ্যাড্রেনো জিপিইউর (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি কোম্পানির কোয়ালকম কুইক চার্জ ৪+ প্রযুক্তি থাকবে। আসন্ন রেডমি নোট ১৩ সিরিজে এটি ব্যবহার করা হবে বলে জানা গেছে যা চলতি মাসে উন্মোচন হতে যাচ্ছে।
তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit
0 Comments