আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সংক্ষেপে এআই (AI)। বাংলা করলে যা দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। বহু বিজ্ঞানীই বলেছেন, পরমাণু বোমা কিংবা অন্য কিছুই নয়, সভ্যতার সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। শেষপর্যন্ত তেমন কিছু হবে কিনা তা সময় বলবে। আপাতত প্রযুক্তির এই নয়া উদ্ভাবনকে ঘিরে সবচেয়ে বড় ভয়, সে বহু মানুষের চাকরি খাবে। এবার এমনই কথা শোনা গেল এইচসিএলের প্রাক্তন সিইও বিনীত নায়ারের মুখে। তাঁর পরিষ্কার দাবি, ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেওয়া সম্ভব হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অটোমেশনের ধাক্কায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো ৭০ শতাংশ কম লোকের সাহায্যে একই পরিমাণ কাজ চালিয়ে দিতে পারবে।”
তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit
0 Comments