বিশ্বের সবচেয়ে বড় অ্যানড্রয়েড টিভি আনল এলজি

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি বিশ্বের সবচেয়ে বড় অ্যানড্রয়েড টিভি আনল। যার মডেল এলজি ওলিড৯৭ জি৪। এই টিভি ৯৭ ইঞ্চির। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।

সবচেয়ে বড় অ্যানড্রয়েড টিভি

এলজি দাবি করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এটি দুনিয়ার সবথেকে বড় ওলিড টিভি। এতে ফোরকে রেজুলেশনের সঙ্গে পাবেন এ১১ এআই প্রসেসর, ৫ বছর সফটওয়্যার সাপোর্ট, ডলবি অ্যাটমস এবং ডলবি ভিশন সাপোর্ট। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই স্মার্ট টিভি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে।

এই টিভিতে রয়েছে ব্রাইটনেস বুস্টার ম্যাক্স প্রযুক্তি যা সাধারণ ওলিড টিভির থেকেও বেশি উজ্জ্বল ছবি দেখাতে পারবে। বাড়িকে সিনেমাহল করে তুলবে এলজি ৯৭ ইঞ্চি স্মার্ট টিভি।

উজ্জ্বল স্ক্রিনের পাশাপাশি এতে এআই সাউন্ড প্রো প্রযুক্তিও রয়েছে। মিলবে বিল্ট-ইন স্পিকার। গেমারদের জন্য বিশেষ করে ডলবি ভিশনের ব্যবস্থা রেখেছে সংস্থা। এই টিভিতে একটি ফিল্মমেকার মোডও রয়েছে যা পরিচালকের দৃষ্টিভঙ্গিকে উদ্দেশ্যে করে আপনার সামনে ছবি তুলে ধরবে।

ছবির গুণমান উন্নত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্ক্রিনিং থেকে শুরু করে অডিও সবেতেই রয়েছে এআই সিস্টেম। এই স্মার্ট টিভিগুলোতে নতুন ওয়েব অপারেটিং সিস্টেম যোগ করেছে এলজি যা টানা ৫ বছর আপডেট পাওয়া যাবে।

ওয়্যারলেস স্ক্রিন কনটেন্ট শেয়ারিং প্রযুক্তি যেমন অ্যাপল এয়ারপ্লে এবং গুগল ক্রোমকাস্ট সাপোর্ট করবে এই টিভিতে।


তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়tonmoykunduit


Post a Comment

0 Comments