স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচনের ঘোষণা দেয়ার পর এবার আরো একটি চিপ এনেছে কোয়ালকম। কোয়ালকম স্ন্যাপড্রাগন এআর২ জেন ১ নামের চিপটি মূলত অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসের (এআর) জন্য তৈরি করা হয়েছে। খবর গিজমোচায়না।
নতুন চিপটি মাল্টি-চিপ ডিস্ট্রিবিউটেড প্রসেসিং আর্কিটেকচার ও আইপি ব্লক করার ফিচারসংবলিত। প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্লাটফর্মটি স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ১-এর তুলনায় আড়াই গুণ কৃত্রিম বুদ্ধিমত্তা পারফরম্যান্স প্রদানে সক্ষম এবং ৫০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে, যে কারণে এটি ১ ওয়াটের কম বিদ্যুৎ ব্যবহারকারী এআর গ্লাসের জন্য উপযুক্ত।
চিপসেটটিতে একটি এআর প্রসেসর, একটি কো-প্রসেসর ও একটি কানেক্টিভিটি প্লাটফর্ম রয়েছে। এআর প্রসেসরটি ব্যবহারকারীদের সর্বোচ্চ নয়টি ক্যামেরা ব্যবহারের সুবিধা দেবে। কো-প্রসেসরটি ক্যামেরা ও সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে এবং আই ট্র্যাকিং ও আইরিশ অথেনটিকেশন বা আইরিশ স্ক্যানার ব্যবহারের সুবিধা দেয়।
তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit
0 Comments