দেশে মোবাইল ফোন সংযোজন শিল্পের প্রসার ঘটায় মোবাইল ফোন আমদানি কমছে। আর এরই ধারাবাহিকতায় শিগগিরই দেশের বাজারে আসছে ভিভোর মেড ইন বাংলাদেশ’ মোবাইল । দেশের ক্রেতাদের কথা বিবেচনা করে স্বল্প মূল্যে ভালো স্মার্টফোন দিতে দেশে কারখানা স্থাপন করছে বলে জানিয়েছেন ভিভো বাংলাদেশের হেড অব প্রজেক্ট অ্যান্ড অপারেশন অ্যাঙ্গাস।।
সম্প্রতি অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই ভিভো বাংলাদেশের কারখানা থেকে সংযোজন করা স্মার্টফোন বাজারে ছাড়তে শুরু করবে। ইতোমধ্যে কারখানা স্থাপনের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit
0 Comments