যেকোন সময় হ্যাক হতে পারে আপনার স্মার্ট ফোন, তাই আপনিও মাথায় রাখুন এই বিষয়গুলি

নিজের ভুলেই হ্যাকিং-র শিকার হচ্ছেন আপনি। আজ রইল কয়টি বিশেষ জিনিস। স্মার্টফোন ব্যবহারের সময় এই কয়টি জিনিস মাথায় রাখলে মিলবে উপকার।

স্মার্ট  ফোন হ্যাক

মোবাইল হ্যাক নতুন কথা নয়। প্রায়শই অনেকে সম্মুখীন হচ্ছেন এই সমস্যার। জানেন কি, নিজের ভুলেই হ্যাকিং-র শিকার হচ্ছেন আপনি। আজ রইল কয়টি বিশেষ জিনিস। স্মার্টফোন ব্যবহারের সময় এই কয়টি জিনিস মাথায় রাখলে মিলবে উপকার।

দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক কিংবা অনলাইনে কোনও টাকা পেমেন্টের অ্যাপ ব্যবহার করুন না কেন, সেগুলোতে স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তা না হলে সমস্যা তৈরি হতে পারে।

অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। অনেক সময় ইমেল দ্বারা হোক বা এসএমএস-র দ্বারা লিঙ্ক আসে। যাতে ক্লিক করলে বিপদে পড়তে পারেন।

পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। অনেকে সময়ই এই ভুল করে থাকেন সকলে। এর দ্বারা হ্যাকিং-র শিকার হতে পারেন। আপনার ফোনটি এর কারণে দুর্বল হয়ে যায়। এর দ্বারা সহজে হ্যাক করা যায়।

হ্যাক হতে পারে আপনার স্মার্ট  ফোন

সময় মতো ফোন আপডেট না করলে বিপদে পড়তে পারেন। আপারেটিং সিস্টেম এবং অ্যাপ নিয়মিত আপডেট করুন। এতে সিকিওরিটি আপডেট থাকলে হ্যাকিং-র সমস্যা হয়।

ফোনে অ্যান্টি ভাইরাস ব্যবহার করুন। এতে ফোন সুরক্ষিত থাকবে। ভাইরাস প্রবেশের কারণে ফোনে এমন সমস্যা দেখা যায়। তাই মেনে চলুন এই টিপস। সঠিক অ্যান্টি ভাইরাস লাগান ফোন।

অজানা উৎসের অ্যাপ কখনও ডাউনলোড করবেন না। মার্কেটে বহু অ্যাপ আছে। যার উৎস কেউ জানে না। সেগুলো ডাউনলোড করলে বিভিন্ন অফারের কথা বলা থাকে। কিন্তু, এই সকল প্রলোভনে পা দেবেন না। এতে আপনারই বিপদ। তাই না জেনে কোনও অ্যাপ ডাউনলোড না করাই ভালো। এবার থেকে স্মার্ট ফোন ব্যবহারের সময় মাথায় রাখুন এই কয়টি জিনিস।

হ্যাকিং সম্পর্কে আপনি নিশ্চই জানেন। হ্যাকিং হল কোনো সিস্টেমের সিকিউরিটি বাইপাস করা।

হ্যাকিং সম্পর্কে আপনি নিশ্চই জানেন। হ্যাকিং হল কোনো সিস্টেমের সিকিউরিটি বাইপাস করা।


হ্যাকার হতে হলে আপনাকে অন্যের সিস্টেমের সিকিউরিটি বাইপাস করা শিখতে হবে; তাই তো :)

এখন নিশ্চয়ই কেউই চাই না, তার সিকিউরিটি বাইপাস করা যাক। তাইতো প্রচুর সিকিউর করেই সিস্টেম তৈরি করা হয়।

তাহলে আপনি চিন্তা করে দেখুন, কোন লেভেলের স্মার্ট হতে হবে, অন্যের সিস্টেমের সিকিউরিটি বাইপাস করার জন্য।

হ্যাকিং করার জন্য কোনো শর্টকাট উপায় খুজবেন না।

ফিশিং বা সোস্যাল ইঞ্জিনিয়ারিং শিখে বন্ধুদের মাত দিতে পারেন। কিন্তু সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাবেন না।

প্রফেশনাল হ্যাকার হতে, একদম খুটিনাটি থেকে শুরু করুন। কষ্ট করতে দ্বিধা করবেন না।

হ্যাকার হতে হলে জানার বিষয় শিখুন:-

  1. LINUX/UNIX সম্পর্কে ক্লিয়ার জ্ঞান থাকা চাই।
  2. ২-৩ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকা দরকার [Python, C]।
  3. নিজেকে হাইড করার পদ্ধতি জানতে হবে - VPN, VirtualBox এর সঠিক ব্যবহার।
  4. ডাটাবেজ সম্পর্কে জ্ঞান।
  5. নেটওয়ার্কিং সম্পর্কে জানা জরুরী।
  6. Encryption & Decrepition
  7. Critical Thinking
  8. Computer Algorithm

হ্যাকিংকে পেশা হিসেবে নিতে হলে, এগুলো শেখার মাধ্যমে শুরু করুন। প্রতিনিয়ত নতুন কিছু try করুন।

হ্যাকার হতে হলে


তথ্য সংগ্রহে এবং ব্যাবস্থাপনায়: tonmoykunduit

Post a Comment

0 Comments