খেয়ালখুশি মতো ‘মিম’ তৈরির জনপ্রিয় মোবাইল অ্যাপ

হাস্যরসের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে মিমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে গ্রাফিক্স ডিজাইন না জানার কারণে অনেকেই মিম বানাতে পারেন না। সুখবর হলো এই মিম নিজেও বানিয়ে নেওয়া যায় মোবাইল অ্যাপেই। এ ধরনের চারটি অ্যাপ সম্পর্কে আজকে জানানো হলো। এই অ্যাপগুলোর কাজ ট্রেন্ড খুঁজে সঠিক মিম টেম্পলেট দেখানো। এতে ব্যবহারকারীর মনে যে আইডিয়া আসে তা নিখুঁতভাবে সবার সামনে উপস্থাপন করা যায়। 

‘মিম’ তৈরির জনপ্রিয় মোবাইল অ্যাপ

জম্বোড্রয়েড মিম জেনারেটর

এই অ্যাপে রয়েছে ট্রেন্ডিং ক্লাসিক সব মিম’র টেম্পলেট। ২ হাজারের বেশি কালেকশন রয়েছে অ্যাপটিতে। ট্রেন্ড অনুযায়ী সঠিক ট্যাম্পলেট বাছতে পারবেন অ্যাপে। প্লেস্টোরে এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন এই অ্যাপ। অ্যাপটি ইনস্টল করে যেকোনও টেম্পলেটে ক্লিক করলেই খুলে যাবে এডিটর। সেখানে লেখা বসিয়ে বানিয়ে ফেলা যাবে মনের মতো মিম। 

মিম্যাটিক

সহজ এবং কাজে আসবে এমন টেম্পলেট মিম্যাটিক একটি আদর্শ অ্যাপ। টপ টেক্সট এবং বটম টেক্সট দুইভাবেই বানানো যাবে এবং সেই অনুযায়ী সঠিক টেম্পলেট বাছতে সাহায্য করবে এই অ্যাপ। সুন্দরভাবে কাস্টমাইজও করা যাবে সেগুলো। যারা মিম পেজ চালান তাদের জন্য ভালো বিকল্প হতে পারে অ্যাপটি।

মিমেস ও মিমেস মেকার 

সেরা হাস্যরস দিয়ে মিম বানানোর ক্ষেত্রে উপযুক্ত অ্যাপ। ছবি এবং ভিডিও দুধরনের মিমের ক্ষেত্রেই পারদর্শী এটি। অ্যাপটিতে সাউন্ড ইফেক্ট যোগ করারও সুযোগ রয়েছে। সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ। এখানে ব্যবহারকারী তার ব্যক্তিগত ছবিও যোগ করতে পারবে। ইচ্ছে মতো যত খুশি মিম বানানোর জন্য সেরা অ্যাপ।

‘মিম’ তৈরির জনপ্রিয় মোবাইল অ্যাপ


মিম হাউস

মিমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নানা কনটেক্সট যোগ করতে চাইলে এই অ্যাপ সেরা অপশন। এখানে মিম শেয়ার করে টোকেন উপার্জনও করা যায়। যা দিয়ে আরও বেশি টেম্পলেট ব্যবহার করা যেতে পারে। অ্যাপে মিম ডাটাবেজ নিয়মিত আপডেট হতে থাকে। আলাদা করে ছবি আপলোডও করতে চাইলে সেই অপশনও রয়েছে।

তথ্য সংগ্রহ ও ব্যাবস্থাপনায়ঃ tonmoykunduit

Post a Comment

0 Comments